মহামারীর কালে প্রত্যেকটি মানুষ যেন সঠিক ভাবে ভ্যাকসিন পায় সেদিকে খেয়াল রেখে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভ্যাক্সিনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। সেখানেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র, শিলিগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও আরো কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এদিন ৭০ বছরের উর্ধ্বে ও বিশেষ ভাবে সক্ষম যেসমস্ত মানুষেরা রয়েছেন তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে।
এদিন অভিজিৎ রায় জানান, শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডের যে সমস্ত ৭০ বছরের উর্ধ্বে মানুষ ও যারা বিশেষভাবে সক্ষম তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। এভাবেই শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দুটি করে ওয়ার্ড এর সদস্যদের ভ্যাক্সিনেশন দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও জানান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা কাউন্সিলর এর কাছে নাম নথিভুক্ত করলেই মিলবে ভ্যাকসিন।
এদিন এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।