শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির অন্তর্গত মধ্য শান্তিনগরের অনলাইন গেমেক্স ওয়েবসাইটে জুয়ার আসর থেকে টাকা মোবাইল সমেত গ্রেপ্তার তিন।
প্রসঙ্গত, লাগাতার বেআইনি করার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা। সোমবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এসওজি এসপিসির একটি বিশেষ দল ভক্তিনগরের থানা অন্তর্গত আশিঘর আউটপোস্ট এর সাদা পোশাকের পুলিশ সঙ্গে নিয়ে মধ্য শান্তিনগরে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তিন জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম নাগেন সরকার,শঙ্কর মাহাতো,গণেশ চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজন মধ্য শান্তিনগর একটি বাড়িতে বসে দীর্ঘদিন যাবৎ অনলাইন গেমেক্স ওয়েবসাইটে জুয়া চালাচ্ছিল। সোমবারে এসওজি এসপিসির একটি বিশেষ দল তাদের কাছে খবর আসে মধ্য শান্তিনগর এলাকায় গ্রেফতার হওয়া তিনজন একটি বাড়িতে অনলাইন গেমেক্স ওয়েবসাইটে জুয়া চালাচ্ছিল। এই খবর পেয়ে ভক্তিনগরের থানা অন্তর্গত আশিঘর আউটপোস্ট এর সাদা পোশাকের পুলিশ সঙ্গে নিয়ে।মধ্য শান্তিনগর এলাকায় সেই বাড়িতে অভিযান চালায়। সেখানে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ৪,১০,২০০ টাকা ATMকার্ড চারটি স্মার্টফোন ও দুটি কিপ্যাড মোবাইল উদ্ধার হয়। এদের ৩ জনের বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।ইতিমধ্যেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। এই ৩ জনের সাথে কে কে জড়িত রয়েছে পুলিশ তদন্ত করে দেখছেন। গ্রেপ্তার হওয়া তিনজনকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।









































