করোনা অতিমারি পরিস্থিতিতে বর্তমানে টিকাকরনের ক্ষেত্রে একাধিক উদবেগজনক ঘটনা সামনে আসছে। কোথাও ভ্যাক্সিন দেওয়া হচ্ছে না, কোথাও মাত্রাতিরিক্ত টাকা দিয়ে কিনতে হচ্ছে ভ্যাক্সিন, কোথাও দুটি ডোজেই প্রথম ডোজ দিয়ে দেওয়া হচ্ছে। এমনই ঘটনা ঘটলো আজ শিলিগুড়ি পৌরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ভারতনগরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুজিৎ চন্দ্র দেবনাথ এর সাথে। সম্প্রতি তিনি শিলিগুড়ি পৌরনিগমের চয়নপাড়ার ৪ নম্বর পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনার টিকা নিতে যান। তিনি অভিযোগ করেন যে, সেই সময় তাকে এক বারের জায়গায় দুবার প্রথম ডোজ দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে শোরগোল পরে যায় । খবর পেয়ে এদিন ওই ব্যক্তির বাড়িতে যান চিকিৎসক কল্যান খাঁ। তিনি গিয়ে ওই ব্যক্তির শারিরীক পরীক্ষা করেন। তিনি সাফ জানিয়ে দেন টিকা দেওয়ার দুটি চিহ্ন রয়েছে ওই ব্যক্তির হাতে৷ এরপর তিনি বলেন, “যা হয়েছে তা ঠিক নয়। এইধরনের ঘটনা ধামাচাপা না দিয়ে ওই ব্যক্তির পাশে দাড়ানো উচিৎ।”