শিলিগুড়ি যেনো অবৈধ মাদক পাচার চক্রের আতুরঘরে পরিনত হচ্ছে দিন দিন। শিলিগুড়িতে বিভিন্ন স্থানে সক্রিয় মাদক পাচারকারী চক্রের হদিস মিলছে প্রতিনিয়ত। আজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এর মাটিগাড়া থানার পুলিশকর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাটিগাড়ার তুম্বাজোত এলাকা থেকে তিনজন মাদক পাচারকারী দের গ্রেপ্তার করে। অভিযুক্ত তিনজন পংকজ বর্মন, খুরশিদ মিয়া, গুলজার মিয়া দের একটি বাইক সমতে পাকড়াও করে। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত গুলজার মিয়া বেলডাংগি এলাকায় বাসিন্দা, পংকজ বর্মন চটহাট এলাকার বাসিন্দা এবং খুরশিদ মিয়া কাওয়াখালি এলাকার বাসিন্দা। খুরশিদ মিয়া এলাকায় বড়োবাবু নামেও পরিচিত। অভিযুক্ত তিনজনের থেকে ৭৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ লাইকারেক্স উদ্ধার করে পুলিশ।
জানা যায় এই মাদক পাচারকারী চক্র খুবই সক্রিয়তার সাথে কাওয়াখালি ও বিশ্বাস কলোনি এলাকায় মাদকদ্রব্য পাচার করে আসছিলো দীর্ঘদিন ধরে। অঅভিযুক্ত তিনজন কে আজ শিলিগুড়ি কোর্টে পেশ করে মাটিগাড়া থানার পুলিশ।