আবারও ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে বিষ্ফোরক দিলীপ ঘোষ।

অত্যন্ত স্বাস্থ্য সচেতন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রায়ই প্রাতঃভ্রমনে বের হন দিলীপ ঘোষ। আজ সকালে ইকো পার্কে দিলীপ ঘোষ প্রাতঃ ভ্রমণে এসে বর্তমান রাজ্য সরকার কে একহাত নিয়ে সম্প্রতি দেবাঞ্জন কান্ড নিয়ে রাজ্যসরকার এর দিকে ধাঁরালো বাক্য বান ছুঁড়ে জানান-
” দেবাঞ্জন কান্ডে প্রতিদিনই গ্রেফতার করা হলে যেসব প্রভাবশালীর সাথে দেবাঞ্জনের ছবি আছে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত ও গ্রেফতার করা উচিত বলে জানালেন দিলীপ ঘোষ। আসল দোষীকে আড়াল করা হচ্ছে। একসাথে অনুষ্ঠান করেছেন। সবাই সব জেনেশুনেই এই কাজ করেছে। “

পাশাপাশি দিলীপ ঘোষ রাজ্যে আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন করে বলেন-
” রাজ্যে আইনশৃঙ্খলা নীতি, পরম্পরা নেই। একজন লোক আমাদের পার্টি থেকে জিতে অন্য পার্টিতে জয়েন করেছে। তাকে একটি কমিটির চেয়ারম্যান করা হবে। এটা কি সংসদীয় পরম্পরা। এই সরকার চালাকি দিয়ে শুরু করেছে। আমরা এর প্রতিবাদ করব বলে জানান তিনি। রাজ্যের কার্যকারিনী সভাতে এই নিয়ে প্রস্তাবও নেওয়া হয়েছে। ”

দিলীপ ঘোষ আজ সদ্য পদ্মশিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া মুকুল রায় এর দিকেও কামান দেগে বলেন,-
” মুকুল রায় রাজ্যের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি সাধারণ মানুষের কাছে কি উদাহরণ তৈরি করছেন? রাজনীতি থেকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে বলেই মানুষ রাজনীতি সম্পর্কে আগ্রহ হারাচ্ছে। ”

তিনি আজ আরোও বলেন,
” মালদহে বিজেপি কর্মীদের অভিযোগ সম্পর্কে বলেন যারা দলে থেকে দলবিরোধী কাজ করছেন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া সম্ভব।”

সম্প্রতি রাজ্যের আইন মন্ত্রীর দপ্তর থেকে বেশ কিছু নথি চুরি যাওয়া নিয়্ব যা অভিযোগ তুলেছে শাসক দল, তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তিনি। এদিন তিনি বলেন-

“আইনমন্ত্রীর অফিসে কিছুই চুরি হয়নি। যে কোনো সময়ে সিবি আই তল্লাশি হতে পারে তার থেকে বাঁচতেই এই গল্প সামনে আনা হয়েছে বলে তার অভিযোগ।

সবশেষে, লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালু করার দাবি ফের জানালেন দিলীপ ঘোষ। সাধারণমানুষ ভোগান্তির শিকার হচ্ছে। যা বাস চলছে তা পর্যাপ্ত নয়। পেট্রোলের দাম যেমন বেড়েছে তেমন আবার কমবে বলে দাবি দিলীপের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here