এনজেপি টাউন ব্লক কংগ্রেস সেবাদল এর রক্তদান শিবিরের আয়োজন।

এই করোনা অতিমারি পরিস্থিতিতে রক্তসংকটে ভুগছে প্রায় সকল সরকারি – বেসরকারি ব্লাডব্যাংক। রক্তের সংকট এর ফলে অসংখ্য রোগীর পরিবার পরিজনের অসহায় অবস্থা। এই পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে এসেছে একাধিক সংস্থা ও রাজনৈতিক দল। আজ সেই মর্মেই রক্তে ঘাটতি মেটাতে এগিয়ে এলো এনজেপি টাউন ব্লক কংগ্রেস সেবাদল। টাউন ব্লক কংগ্রেস সেবাদল এর উদ্যোগে আজ শহর শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের মডেলা স্কুলের বিপরীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। টাউন ব্লক কংগ্রেস এর তরফ থেকে জানানো হয়েছে যে, কোনো ভাবে যাতে সংক্রমণ কালে রক্তের ঘাটতি না থাকে সেদিনে নজর রেখে এই উদ্যোগ। রবিবার মহিলা ও পুরুষ সলকে এই শিবিরের অংশ গ্রহণ করে রক্ত দান করতে দেখা যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here