একেই যেনো বলে “অতি লোভে তাঁতি নষ্ট”।
এই বাংলা বাগধারার আক্ষরিক অর্থ হলো, বেশী লোভ করতে গিয়ে নিজের ফ্যাসাদে পড়ে যাওয়া।
ঠিক এরকমই ঘটনা ঘটলো আজ। খরগোশের এ লোভে খাঁচায় ঢুকতে গিয়েই ফ্যাসাদে পড়লো এক গোখরো সাপ। খাঁচায় ঢুকতে গিয়ে খাঁচার তারে শরীর আটকে শিকার উঠলো সিকেয়। কেঁটে ছিড়ে রক্তারক্তি অবস্থা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পান্ডাপাড়া সংলগ্ন বটতলা এলাকায়। খরগোশ খাওয়ার লোভে এলাকার এক বাসিন্দার খরগোশের খাঁচায় ঢোকার চেষ্টা করে প্রায় সাড়ে চারফুট লম্বা গোখরো সাপ। ফাঁক গলে ভেতরে ঢোকার চেষ্টা করতেই ঘটে বিপদ। খাঁচার তারে আটকে যায় শরীর। রীতিমতো রক্তারক্তি কান্ড।
ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। খবর দেওয়া হয় এক পরিবেশ প্রেমী সংগঠনকে। খবর পেয়ে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা গিয়ে উদ্ধার করে সাপিটিকে। সাপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে বলে জানান পরিবেশ প্রেমি বিশ্বজিৎ দত্ত চৌধুরী ।









































