আজ সোমবার জগন্নাথ দেবের রথযাত্রা। সব জায়গায় সাথে জলপাইগুড়িতেও করোনাবিধি মেনেই পালিত হল রথযাত্রা।
তবে করোনার জেরে এবছরও শহরের পথে গড়ালো না রথের চাকা। জলপাইগুড়ি গৌরীয় মঠের ভিতরেই স্বাস্থ্য বিধি মেনে কয়েকজন ভক্তদের নিয়ে পালিত হল রথযাত্রা। যদি ও করোনার কারণে ভক্তদের সংখ্যা যথেষ্টই কম ছিল। তবে এবার জগন্নাথ দেবের বলরাম আর সুভদ্রাকে সঙ্গে নিয়ে যোগোমায়া কালিবাড়ির মাসির বাড়ি যাওয়া হয়নি। তাই গৌরীয় মঠের নাট মন্দিরকেই মাসির বাড়ি বানিয়ে সেখানেই জগন্নাথ দেবের থাকার ব্যবস্থা করা হয়েছে।
এদিন রথযাত্রা উপলক্ষে পুলিশের কঠোর নিরাপত্তা ছিল মঠ চত্বরে। আজ থেকে সাতদিন পর এখানেই অনুষ্ঠিত হবে উলটো রথ বলে এদিন জানান মঠ কতৃপক্ষ









































