ছেলের জন্মদিনে হোমের শিশুদের সাথে অভিনব কায়দায় দিনটি পালন করলেন আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বিপ্লব কুমার সিনহা

ভয়াবহ করোনাপরিস্থিতি এবং লকডাউনের সময় থেকে মানুষের পাশে রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আর এই সংগঠনগুলির মধ্যে অন্যতম আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া।

প্রতিবছর চিরাচরিত নিয়মে জন্মদিন পালন করলেও এই বছর লকডাউনে অন্যভাবে তার ছেলের জন্মদিন পালন করলেন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়ার কর্নধার বিপ্লব কমার সিনহা । জন্মদিনে গড়িয়া মাদার এন্ড চাইল্ড কেয়ার হোমের শিশুদের সাথে কেক কেটে জন্মদিনে পালন করেন পুত্র অরিন সিনহা। পাশাপাশি নতুন জামাকাপড় ও খাদ্য সামগ্রিক তুলে দেয় তার বয়সী ছোটো ছোটো শিশুদের হাতে।

প্রসঙ্গত,এই হোমে কলকাতা, হায়দারবাদ, সহ ভারতবর্ষের বিভিন্ন কোনা সহ বাংলাদেশ, দুবাই, ক্যালিফর্নিয়া থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন ৪৪ জন শিশু বসবাস করে। তাদের মধ্যে কিছু শিশুর ADHD, MR, OCD- তে শিকার এই শিশুগুলো ।‌ তাদের কারোর বয়স ৫ আবার কারোর ৫২ বয়স । তারা প্রতিদিন লড়াই করছে তাদের জীবনের সাথে। এই শিশুদের সংস্থা চালাচ্ছেন ডক্টর মনোবিদ ও বিশেষজ্ঞ অভয় কেরেপ্লানি ও ভিবলন সাহানি।এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরোহী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিপ্লব কমার সিনহা, তানিয়া সিনহা ও পুত্ৰ অরিন সিনহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here