শিলিগুড়ি পুরনিগমের পক্ষে জংশনে আদি কবি ভানু ভক্তের জন্ম জয়ন্তী পালন করা হলো।

প্রতিবারের মতো এবারও পূর্ন মর্যাদায় নেপালি আদি কবি ভানুভক্তের ২০৭ তম জন্ম জয়ন্তী পালন করা হলো। এদিন শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর পক্ষ থেকে আদি কবির জন্ম জয়ন্তী পালন করা হয় ।

মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের পক্ষে জংশন এলাকায় ভানুভক্তের মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে এবং মালা পড়িয়ে ২০৭ তম জন্মজয়ন্তী পালন করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী, বিবেক ব্যাইদ এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। সম্পূর্ণ এই অরাজনৈতিক অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির নবনির্বাচিত বিধায়ক শংকর ঘোষ এবং বিজেপি নেতা নান্টু পাল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার জানান প্রতি বছরের মতো এবছর শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর পক্ষ থেকে নেপালী কবি ভানুভক্ত জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। তিনি নেপালি সমাজ এবং নেপালি সাহিত্যে যে অবদান দিয়েছেন, তা যতদিন পৃথিবী থাকবে যতদিন সূর্য চাঁদ থাকবে ততদিন মানুষের মনে থাকবে। আজ একটি বিশেষ দিন। এই কারনে আজ দার্জিলিং জেলা তে সরকারি ছুটি ঘোষনা করা হয়েছে রাজ্যসরকার এর পক্ষ থেকে। তিনি শুধুমাত্র কবি ছিলেন না তিনি সমাজসেবী হিসেবেও সমাজকে সব সময় ভালো পথে পরিচালনা করার চেষ্টা করেছেন। দীর্ঘদিন তিনি বিভিন্ন পিছিয়ে পড়া জনজাতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বহু কাজ করেছেন। আজকের দিনে দাঁড়িয়েও যেটা এতটাই বাস্তব এবং প্রাসঙ্গিক যে আমরা তাকে ছাড়া আমাদের জেলা এবং আমাদের রাজ্য ভাবতে পারিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here