পুলিশের জালে পড়ে ভুয়ো সিবিআই অফিসার এখন কাঠগড়ায়।

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব এর পর পুলিশের ফাঁদে ভুয়ো সিবিআই অফিসার। ভুয়ো আইএএস ছিলেন ভুয়ো ভ্যাকসিনের মাস্টারমাইন্ড এবং ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ ব্যানার্জি ছিলেন অসংখ্য প্রতারণার মাস্টারমাইন্ড। পুলিশের চোখে ধুলো দিতে না পারায় অবশেষে ভুয়ো সিবিআই আধিকারিক শুভদীপ ব্যানার্জি পড়লেন পুলিশের ফাঁদে।

এদিন তাকে নিয়ে হাওড়ায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল ৯ঃ৫২ মিনিটে ডাউন রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি থেকে নিয়ে আসা হয় তাকে গতকালই দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে তাকে গ্রেফতার করে তোলা হয়েছিল দিল্লির পাটিয়ালা হাউস আদালতে। সেখান থেকে তাঁকে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে হাওড়ায়।

পুলিশি সূত্রে জানা যায় এদিন তাকে তোলা হবে হাওড়া জেলা দায়রা আদালতে। পুলিশ তদন্তের জন্য তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন আদালতের কাছে। জানা যায়, ভুয়ো সিবিআই অফিসার এর ভেক ধরে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার জালিয়াতি করেছে সে । তার পেছনে আর কারা কারা রয়েছে সেই নিয়ে আরো তদন্তের প্রয়োজন রয়েছে বলে পুলিশি সূত্রে জানা যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here