কালিম্পং-এ খুন হওয়া দুই ব্যক্তির বাড়িতে তাদের পাশে দাঁড়াতে এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে পৌঁছালো বাংলা পক্ষ সংগঠন।
প্রসঙ্গত, মৃত দুই ব্যক্তি রঞ্জিৎ ও ছোটন বেশ কিছুদিন আগে শ্রমিকের কাজ করতে কালিম্পং এ যান। এরপর তাঁরা সেখানে পৌঁছে রাজাকুমার নামে এক জনৈক ব্যক্তির সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। এরপর হঠাৎই বৃহস্পতিবার রাতে পারস্পরিক বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই দুই শ্রমিককে খুন করে রাজকুমার সুব্বা ও তাদের বাড়ির মালিক প্রবাল প্রধান। ইতিমধ্যে ঘটনার গ্রেপ্তার করা হয়েছে রাজকুমার সুব্বাকে। অন্যজন গুরুতরভাবে আহত হওয়ায় বর্তমানে চিকিৎসা চলছে তার।
এদিকে শিলিগুড়ি আশিঘরের বাসিন্দা ওই দুই যুবকের বাড়িতে ইতিমধ্যেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ওই দুই যুবক বাড়ির প্রধান উপার্জনকর্তা হওয়ায় পরবর্তীতে কিভাবে তাদের তাদের সংসার চলবে সেভাবেই দিশেহারা হয়ে পড়েছে পরিবারের বাকি সদস্যরা,পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন তাঁরা। এদিন বাংলা পক্ষ সংগঠন তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং তারাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে এর পাশাপাশি এই অসহায় পরিবার দুটির পাশে থাকবেন বলে আশ্বাস দেন তাদের।









































