ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিদ্যালয় পরিদর্শক শাখা

বিদ্যাসাগরের অর্ধবায়ব আবক্ষক মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে পালিত হলো পন্ডিত ঈশ্বরচন্দ্রের ২০৩ তম জন্মবার্ষিকী।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত শিলিগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক শাখার পক্ষ থেকে সোমবার উদযাপিত হল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩ তম জন্মবার্ষিকী।

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন মাটিগাড়া ব্লকের শিলিগুড়ি পশ্চিম চক্র সম্পদ কেন্দ্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্ধবায়ব আবক্ষক মূর্তির উন্মোচন করেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি দিলীপ রায় সাথে ছিলেন মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা রায়, জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামানিক প্রমুখ।

জেলা বিদ্যালয় পরিদর্শক রাজীব প্রামানিকের কন্ঠে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ব্লকের উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতায় আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রথম তিনজনকে পুরস্কার তুলে দেওয়া হয়।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা রায়, শিক্ষা কর্মাধক্ষ গৌরী দে, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীবাস শ্রীবাস্তব, সংগঠনের জেলা সম্পাদক শান্তনু সরকার সহ জেলার অন্যান্য বিদ্যালয় পরিদর্শকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here