সাংবাদিকের ফেসবুক একাউন্ট হ্যাক, থানায় লিখিত অভিযোগ দায়ের

সাংবাদিকের ফেসবুক একাউন্ট হ্যাক। এমনই অভিযোগ করেন ধুপগুড়ির একটি দৈনিক পত্রিকার সাংবাদিক সৌভিক দত্ত। বিষয়টি তিনি ধুপগুড়ি থানায় লিখিত ভাবে জানিয়েছেন তিনি।

ধূপগুড়ি ব্লকের পূর্ব মল্লিক পাড়ার বাসিন্দা সৌভিক সাংবাদিকতার পাশাপাশি একজন রাজ্য স্তরের ফুটবল রেফারি। তার আরও অভিযোগ বর্তমানে একাউন্টটি অন্য কোন মানুষের নিয়ন্ত্রণে রয়েছে। পরিবর্তন করে দেওয়া হয়েছে প্রোফাইলের নাম ঠিকানা ইত্যাদি। এমনকি মহিলাদের ছবি পোস্ট করা হচ্ছে একাউন্ট থেকে। বিষয়টি সৌভিকের নজরে পড়ে মঙ্গলবার নবমীর রাতে। তারপরই তার চক্ষু চরকগাছ। এভাবে একাউন্ট হ্যাক হওয়ায় বেশ চিন্তার মধ্যে পরে যায় সে। তার প্রোফাইলে থাকা সমস্ত ফটো ডিলিট করে দেওয়া হয়।

বুধবার লিখিত আকারে ধুপগুড়ি থানায় অভিযোগ জানায় সংবাদিক সৌভিক দত্ত। এবং সৌভিক আরো জানায় জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় যাবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here