রাজগঞ্জঃ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে সারিয়াম এলাকায়। মৃত যুবকের নাম মহম্মদ মুফতি আজম, বয়স ২১ বছর। তার বাড়ি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গধেয়াগছ এলাকায় । অনুপ মজুমদার নামে আরেক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে আমবাড়ি এলাকার বাসিন্দা। তরতাজা যুবকের এভাবে মৃত্যুতে শোকাহত পরিবার ও প্রতিবেশীরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুটি বাইকে চার যুবক তালমা এলাকায় ভিডিওগ্রাফির কাজ করতে গিয়েছিল। রাত ১০ টা নাগাদ ফেরার পথে পিছন দিক থেকে আসা একটি গাড়ি মুফতির বাইকে ধাক্কা মারে।বাইকে থাকা ওই দুই যুবক ছিটকে পড়ে গুরুতর জখম হয়। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মুফতিকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার ওই পরিবারে সঙ্গে দেখা করেন গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জাকের হোসেন। তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।