শিলিগুড়িতে পালিত হল পবিত্র ইদে মিলাদুন্নবী

সারা দেশে ও রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও পালিত হল পবিত্র ইদে মিলাদুন্নবী। রবিবার মহানবী হজরত মুহাম্মদ সাহেবের জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল থেকেই উৎসবে মেতেচ্ছে মুসলিমধর্মাবলম্বীর ভাই-বোনেরা।

শনিবার সন্ধ্যায় শহরের হিলকার্ড রোড, এনজেপি ও হায়দারপাড়া এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ইদে মিলাদুন্নবী আগাম মুহূর্তেটি পালন করার পাশাপাশি এদিন পবিত্র ইদে মিলাদুন্নবীর দিনে শহরে একটি সুবিশাল বর্ণাঢ্যশোভাযাত্রার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা ধুমধামের সাথে এই দিনটি উদযাপন করা হয়। এছাড়াও এদিন ৬নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য শরবতের ব্যবস্থা করা হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিল ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাম খান, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিল বাসুদেব ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও এই পবিত্র দিনটি উপলক্ষে আঞ্জুমান খিদমত-এ-খলক সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here