মাধ্যমিক পরীক্ষা শেষে আবির খেলায় মাতলো পরীক্ষার্থীরা

সারা রাজ্যের পাশাপাশি ২৩শে ফেব্রুয়ারি থেকে শিলিগুড়িতেও শুরু হয়েছিল এবছরের মাধ্যমিক পরীক্ষা ও ৩রা মার্চ ভৌত বিজ্ঞান পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, তবে আগামীকাল রয়েছে ঐচ্ছিক পরীক্ষা।

এদিন ঘড়ির কাঁটায় বেলা ৩টা বাজতেই পরীক্ষা শেষের আনন্দে আবির নিয়ে নিজেদের সহপাঠীদের সঙ্গে দোলের আগেই দোলের আনন্দে মেতে উঠেছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানান,এবছরের মাধ্যমিক পরীক্ষায় গণিতের প্রশ্ন কিছুটা কঠিন থাকলেও,অন্যান্য সমস্ত বিষয়গুলোর পরীক্ষা ভালো হয়েছে ও তারা আশাবাদী পরীক্ষায় তাদের ফলাফল ভালো হবে। জীবনের প্রথম সব থেকে বড়ো পরীক্ষা ভালো ভাবে দিতে পেরে পড়ুয়া ও তাদের অভিভাবক সকলেই খুবই আনন্দিত।

এদিন পরীক্ষা শেষে পরীক্ষার্থী লাল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের আবির দিয়ে নিজেদের সহপাঠীদের রাঙিয়ে তোলে। পাশাপাশি আর কিছুদিন বাদেই রয়েছে বসন্ত উৎসব ফলে তার আগেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের আনন্দ আরও যেনো দ্বিগু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here