শিলিগুড়ি উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটির তরফে ওমেগা ডায়াগনস্টিক সেন্টারের সহায়তায় রবিবার আয়োজিত হল সন্ধ্যাকালীন স্বাস্থ্য পরীক্ষা শিবির।
শিলিগুড়ির বুকে উগ্রতারা ওয়েলফেয়ার সোসাইটি তাদের সমাজ সেবার ধারাকে অব্যাহত রেখেছে কখনো বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবির কখনো রক্তদান শিবির আবার কখনো চক্ষুপরীক্ষা বারংবারই সমাজের হিতসাধনে দুস্থ মানুষদের কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন তারা। এদিন আবারো এক মহৎ উদ্যোগ নিয়ে ওমেগা ডায়গনস্টিক সেন্টারের সহায়তায় তারা স্ত্রীরোগ সমস্যা সমাধানে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন।
এদিনের এই স্বাস্থ্যশিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক সুমনা বড়ুয়া। এর পাশাপাশি উদ্যোক্তাতাদের তরফে জানা যায় এদিন প্রায় ৪০ জন মহিলা স্বাস্থ্য শিবিরে এসে বিনামূল্যে চিকিৎসা করান। এবিষয়ে এদিন চিকিৎসক সুমনা বড়ুয়া বলেন, এইরকম একটি মহৎ কর্মসূচিতে যোগদান করতে পেরে খুশি তিনিও। এর পাশাপাশি তিনি আগামী দিনেও এধরণের মহৎ পরিকল্পনার সঙ্গে যুক্ত হওয়ার ও ইচ্ছে প্রকাশ করেন।