ট্রেনে চেপে উত্তরবঙ্গে মমতা, তীব্র কটাক্ষ দিলীপের

ধীরে ধীরে নিচে আসছেন’, মুখ্যমন্ত্রীর ট্রেনে চেপে উত্তরবঙ্গ সফর নিয়ে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন তিনি এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে একাধিক ইস্যুতে নিশানা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে তিনি বলেন, “উত্তর বাংলায় এবং জঙ্গলমহলে টিএমসিটা কোথায় আছে, এটা খোঁজার জন্য বারে বারে যাচ্ছে।’ তাঁর কথায়, “কোথায় নদীয়া মুর্শিদাবাদ এখানে যাচ্ছে না! জানে এখানে মারপিট করে জিতে নেব, কিন্তু উত্তর আর দক্ষিণে টিএমসি উপড়ে গেছে; মোটামুটি ওখানে লোক ঠিক করেছে টিএমসিকে আর একটা সিটও দেবে না। তাই বারবার চেষ্টা হচ্ছে।”

তিনি বলেন, ‘নিজেদের লোকেরাই তো লুটপাট করে নিচ্ছে জনসম্পর্ক আর কোথায়?’ মুখ্যমন্ত্রীর ট্রেন সফর বিরল- এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, “ধীরে ধীরে নিচে আসছেন, হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন, পরিস্থিতি দেখুন না। সব সময়ে হয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here