কালিয়াগঞ্জে এক নাবালিকা ও এক যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রতিবাদ মিছিল করল পঞ্চানন অনুরাগী মঞ্চ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখা।
মূলত, কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যুর ঘটনা ও পরবর্তীতে এক যুবকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। বিভিন্ন জায়গায় ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলা হয়। একইভাবে এদিনও ওই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে।
এদিন এই মিছিল থেকে কালিয়াগঞ্জের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়।