শ্রেয়সী দেব, ৯ই মে, দার্জিলিংঃ ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্তবর্তী শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার আলো ছড়িয়ে দিতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করল বিএসএফ।
মঙ্গলবার ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ১৭৬ ব্যাটেলিয়ানের উদ্যোগে ও এনআরএল সংগঠনের সহযোগিতায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বিএসএফ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার আইজি অজয় সিং। উপস্থিত ছিলেন ১৭৬ ক্যাম্প অফিসার সুরেন্দ্র সিং সিপাহী শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ আইনুল হক ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার ফাঁসিদেওয়ার সভাপতি রীনা এক্কা সহ অন্যান্যরা। মূলত, দুস্থ শিক্ষার্থীদের কম্পিউটারের মাধ্যমে শিক্ষিত করতে এই উদ্যোগ বলে আইজি অজয় সিং জানান।
এর পাশাপাশি বর্তমানে ৫টি কম্পিউটার দিয়ে প্রশিক্ষণ শুরু হলেও আগামী দিনে আরো কম্পিউটার দিয়ে প্রশিক্ষণ করানো হবে বলে জানা গিয়েছে। এদিন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









































