পাহাড়ের মংপুর রবীন্দ্র যাদুঘর নাচে গানে আবৃত্তিতে মুখরিত

শ্রেয়সী দেব, ৯ই মে, দার্জিলিং: গোটা রাজ্যের পাশাপাশি কার্শিয়াংয়ের মংপুতেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করা হল।

মুলত মংপু রবীন্দ্রনাথ জাদুঘরে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এদিন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জিটিএ-এর প্রধান নির্বাহী অনিত থাপা সহ বিশেষ অতিথিরা।

এদিন দার্জিলিং জেলার জেলা শাসক এসপুনমবল্লম, জিটিএ উপদেষ্টা অমর লামা এবং অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন ও গুরুদেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের পাশাপাশি শ্রম কল্যাণ কেন্দ্র অনুষ্ঠানটির আয়োজন করে।

এদিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পী-কলাকুশলীরা রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও কবিতা পরিবেশন করে সমগ্র দর্শকদের মুগ্ধ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here