শাসক দল তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে পথে নামলো বিজেপি!

আলিপুরদুয়ার : রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে পথে নামলো বিজেপি।শুক্রবার দুপুরে আলিপুরদুয়ার বিএম ক্লাব ময়দান থেকে একটি বিরাট মিছিল কোর্ট মোড় পর্যন্ত পরিক্রমা করে।শহরের প্রানকেন্দ্র বক্সাফিডার রোড বন্ধ করে বিজেপি নেতাদের দীর্ঘক্ষন ভাষন চলে।

এদিনের মিছিলে উঠে এসেছে তিহার জেল।যেখানে তৃনমূলের নেতারা বন্দী আছেন।অনুব্রত থেকে শুরু করে পার্থ সকলের মুখোশ পড়ে এদিন তিহারের ছবি তুলে ধরেছেন বিজেপি নেতা কর্মীরা।জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা ও কর্মীরা এদিন মিছিলে যোগ দেন।

পরে বিধানসভার মুখ্য সচেতক তথা বিজেপির জেলা সভাপতি মনোজ টিজ্ঞা বলেন তৃনমূলের লাগামহীন দুর্নীতি চলছে।এর প্রতিবাদে এই মিছিল।পার্থ থেকে শুরু করে অনেক নেতা জেলে।সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।মনোজ বলেন যে এই দুর্নীতির মাথা তাকে গ্রেফতার করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here