শিলিগুড়ি: শিলিগুড়ি মাটিগাড়া সংলগ্ন শিবমন্দির এলাকার একটি কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার শিব মন্দির সংলগ্ন ফাঁসিদেওয়া মোড় এলাকায়।
জানা গিয়েছে, এদিন প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক মনোরঞ্জন কবিরাজ। এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে আসবাব তৈরীর কারখানা চালাচ্ছিলেন ওই ব্যক্তি। এদিন রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ তার কাছে খবর আসে যে তার দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান তিনি। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে দোকানে কাঠ,কাঠ আসবাবপত্র সহ রঙ ও রাসায়নিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আগুন গোটা দোকান গ্রাস করে ফেলে। আগুন ছড়িয়ে পড়ার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।
দোকান মালিকের দাবি,দোকানের ভিতরে প্রায় তিন কোটি টাকার কাঠের আসবাবপত্র ও সামগ্রী ছিল। আগুনে প্রায় সমস্ত আসবাবপত্রই পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল কর্মীরা।









































