শিলিগুড়ি:বিপর্যস্ত সিকিম। ক্ষতিগ্রস্ত সিকিম যাওয়া দশ নম্বর জাতীয় সড়ক। যার ফলে বহু যাত্রী আটকে পড়েছে শিলিগুড়িতে।
এদিন শিলিগুড়ি জংশনে সিকিম বাসস্ট্যান্ডে সিকিমের উদ্দেশ্যে রওনা হতে গিয়ে সিকিম গামী যাত্রীরা জানতে পারেন বন্ধ রয়েছে বাস পরিষেবা। অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিক ও ঘুরতে আসা পর্যটক রাও সিকিমের পরিস্থিতির ফলে আটকা পড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে।
স্টেশনে আটকে পড়া সিকিম গামী যাত্রী ও পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে খাবারের ব্যবস্থা করল রেল পুলিশ। এদিন স্টেশন চত্বরে যাত্রীদের জন্য শুকনো খাবার, জলের বোতল সহ খিচুড়ির বন্দোবস্ত করা হয় আরপিএফ এর পক্ষ থেকে।