টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ, কালিম্পংয়ে সেনা নামাতে বললেন মুখ্যমন্ত্রী !

সিকিমে জলাধার ফেটে গিয়ে জলের তোড়ে ভেসে গিয়েছে বিপুল এলাকা। বেশিরভাগ পাহাড়ি নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। আর তার প্রভাব অবশ্যম্ভাবী ভাবে এসে পড়ছে পাহাড়তলিতেও। আর সেই কারণেই উত্তরবঙ্গের একাধিক জেলা নিয়ে সতর্কতা অবলম্বন করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বর্তমান দুর্যোগের পরিস্থিতি নিয়ে পাহাড়ের জেলা কালিম্পংয়ে সেনা নামানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে বলেন, পাহাড়ি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনার সাহায্য নেওয়ার কথা। আর সেই কথার প্রেক্ষিতে মুখ্যসচিব সাংবাদিকদের জানালেন আপাতত কালিম্পংয়ে এক কলাম সেনাকে কাজে ব্যবহার করা হবে। একদিকে পাহাড়ের হ্রদ ফেটে যাওয়ায় বিপদসীমার উপর দিয়ে বইয়ে তিস্তা নদী, সিকিমের সঙ্গে সড়ক যোগাযোগে সমস্যা দেখা দিয়েছে।

জানা গিয়েছে,হড়পা বানের তোড়ে ২৩ জন সেনা নিখোঁজ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তার ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here