শিলিগুড়ি:পুজোর আগে নকশালবাড়ি বাজারে অগ্নিকান্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ। গতকাল ব্যবসায়ীদের এক মাসের বেতন প্রদান করার পর আজ ক্ষতিগ্রস্ত ৩৮জন ব্যবসায়ীকে ১৫হাজর টাকা করে তুলে দেন তিনি।
পাশাপাশি সাংসদ রাজু বিস্তাও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আরো ৫ হাজার টাকা করে তুলে দেবেন বলে তিনি জানান। এদিন নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির অফিস থেকে ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দেন তিনি। তিনি বলেন ব্যবসায়ীদের পাশে থেকে আগামী দিনেও সহযোগিতা করা হবে।
আগামী দিনে ব্যবসায়ীদের সহায়তায় পিএম কেয়ার দপ্তরের সঙ্গে যোগাযোগ করারা আশ্বাস দেন তিনি। পাশাপাশি রাজ্য প্রশাসন ও দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।









































