খেলো ইন্ডিয়া ওমেন্স জুডো লিগে জলপাইগুড়ি জেলার ঝুলিতে সোনা এবং দুটো রুপা সহ তিনটি ব্রোঞ্জ

জলপাইগুড়ি:- খেলো ইন্ডিয়া ওমেন্স জুডো লিগে জলপাইগুড়ি জেলা দুটো সোনা এবং দুটো রুপা সহ তিনটি ব্রোঞ্জ জয় করলো। পাশাপাশি সাব জুনিয়ার জুডো চাম্পিয়ান শিপে তিন টি ব্রোঞ্জ পদক এলো জেলাতে। আজ সকালে ৭ জনের ওই জেলা স্তরের টিম জলপাইগুড়ি রোড স্টেশনে নামার পরেই এই খবর দেওয়া হয়েছে জলপাইগুড়ি ডিস্টিক জুডো অ্যাসোসিশনের পক্ষ থেকে। অ্যাসোসিয়েশনের বক্তব্য, চুড়ান্ত পরিকাঠামোর অভাবের পরেও জুডোতে এই ফল হয়েছে। পরিকাঠামোর সুবিধা পাওয়া গেলে আরো বেশী সোনার পদক আসতো জেলাতে।

গতকাল কলকাতার আগরপাড়াতে জেলা স্তরের এই দুটি খেলা অনুষ্ঠিত হয়। যেখানের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় ১৭ জেলা অংশ নিয়েছিলো। সেই জায়গা থেকে খেলো ইন্ডিয়া ওমেন্স লিগে দুটি ক্যাটাগরিতে সোনা এসেছে। এর মধ্যে ৭৮ কেজি নীচের ক্যাটাগরিতে পিয়া দাস এবং ৫২ কেজির নীচের ক্যাটাগরিতে অনন্যা রায় সোনা জয় করেছে। অন্যদিকে ৪৪ কেজি ক্যাটাগরিতে মামনি রায় এবং ৫৭ কেজির নীচের ক্যাটাগরিতে সুহানি প্রসাদ রুপো পেয়েছে। এছাড়া সাব জুনিয়ার চাম্পিয়ান শিপে সুব্রত রায়, মোহিত রায় এবং জুনিয়ার গার্লসে সুহানি প্রসাদ ব্রোঞ্জ পদক জয় করেছে।

এদিন জলপাইগুড়ি ডিস্টিক জুডো অ্যাসোসিয়েশন সম্পাদক কৌশল সাহা বলেন অংশ গ্রহন কারিদের মধ্যে একজন কলেজ পড়ুয়া হলেও বাকি সকলেই স্কুলের ছাত্রছাত্রী। পরিকাঠামো অপ্রতুলতার মধ্যেও এই ফল হয়েছে। পরিকাঠামো থাকলে আরো ভালো ফল করা যেতো। যারা সোনা জয় করেছে তারা খোলো ইন্ডিয়া ওমেন্স লিগে রাজ্যের হয়ে জাতীয় স্তরের খেলতে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here