শিলিগুড়ি: অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির তোতারাম জোত সংলগ্ন এলাকায় স্থানীয়রা এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ লক্ষ্য করেন।
খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান অসুস্থতা ও বার্ধক্যজনীত কারণে মহিলার মৃত্যু হতে পারে। তবে এই মহিলার নাম পরিচয় পাওয়া যায়নি। আজ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।