কোটি টাকা মুল্যের হরিণের সিং সহ গ্রেফতার দুই

শিলিগুড়ি: কোটি টাকা মুল্যের হরিণের শিং সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তি বাগডোগরা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। বিষয়টি জানতে পেরে স্পেশাল অপারেশন গ্রুপ তথা এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ এসে দুই ব্যক্তিকে আটকে তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালায়।

তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় তিনটি হরিণের শিং সহ মাথার খুলি। এরপরই দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল গোবিন্দ মণ্ডল ও প্রীতম রায়। গোবিন্দ আমবাড়ি এবং প্রীতম আলিপুরদুয়ারের বীরপাড়ার বাসিন্দা। হরিণের শিংগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে এই শিংগুলির বাজার মুল্য প্রায় কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ধৃতরা হরিণের শিং গুলো বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল।

আজ শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত, শিংগুলি কোথা থেকে এসে কোথায় বিক্রির ছক ছিল তা জানার চেষ্টা সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here