বোনাস না দিয়েই বেপাত্তা বাগডোগরার তিরহানা চা বাগান কতৃপক্ষ, ক্ষুব্ধ চা শ্রমিকরা

শিলিগুড়ি:দীপাবলির আলোর রোশনাইয়ের পরিবর্তে চা শ্রমিকদের জীবনে নেমে এল অন্ধকার। দুর্গাপুজোর বোনাস দীপাবলির আগে দেওয়ার কথা থাকলেও বোনাস দেওয়ার দিন বাগান ছেড়ে পালালো চা বাগান কতৃপক্ষ। শুক্রবার এমনই ঘটনা ঘটেছে বাগডোগরার তিরহানা চা বাগানে৷ ফলে বিক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা। ক্ষুব্ধ চা শ্রমিকরা চা বাগান কতৃপক্ষকে হুঁশিয়ারি দেয় ফের যাতে বাগানের মালিক এই বাগানমুখি না হন।

জানা গিয়েছে, দুর্গাপুজোর আগে চা বাগান কতৃপক্ষ প্রতিশ্রুতি দেয় দীপাবলিতে বোনাস দেওয়া হবে। বাগান কতৃপক্ষ ১৮ শতাংশ বোনাস দিতে চাইলে চা শ্রমিকরা ১৯ শতাংশ বোনাসের দাবি জানাতে থাকে। গতকাল বৃহস্পতিবার চা শ্রমিকদের ১৮ শতাংশ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাগান কর্তৃপক্ষ। শ্রমিকদের নিয়ে বৈঠক করার পর লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়ার পরও সকাল থেকেই বেপাত্তা হয়ে যান বাগান কর্তৃপক্ষ। সকাল থেকে বোনাসের আশায় বাগানে জমা হয়েছিল শ্রমিকরা। তবে সকাল থেকেই বেপাত্তা হয় বাগান কর্তৃপক্ষ। গত ২রা নভেম্বর বোনাসের দাবিতে ম্যানেজারকে ঘেরাও করার পর বৈঠক হয়। আজ শেষমেষ বোনাস দেওয়ার কথা থাকলেও নেই বোনাস। শ্রমিকদের অভিযোগ গতকাল রাতে বৈঠকে ১ শতাংশ আগামী বছর এবং আজ ১৮ শতাংশ বোনাস দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেয় বাগান কর্তৃপক্ষ। সকালে বোনাস নিতে গিয়ে দেখা যায় বাগান কর্তৃপক্ষ কোত্থাও নেই। বাগান কর্তৃপক্ষকে না পেয়ে বোনাসের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা। বোনাস না পেলে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন চা শ্রমিকরা।

এদিন চা শ্রমিকদের পাশে দাঁড়ান তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সদস্য নির্জল দে জানান, শ্রমিকদের স্বার্থে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন রয়েছে। বিষয়টি শ্রমমন্ত্রী ও শ্রম সচিবকে জানানো হয়েছে। শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লড়াই চলবে। চা শ্রমিকরা বলেন, এভাবে আমাদের বঞ্চিত করা হল। চা বাগান কতৃপক্ষ বাগানে ফেরার আগে যেন চিন্তা করে দেখে আমাদের বঞ্চিত করার পর কিভাবে তারা বাগানে ফিরে মুখ দেখাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here