শিলিগুড়ি:দীপাবলির আগে নকশালবাড়িতে তিনদিনের জন্য খুলল পরিবেশবান্ধব আতশবাজি দোকান।
এদিন নকশালবাড়ির আদিবাসী ময়দানে পরিবেশবান্ধব আতশবাজির উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। উপস্থিত ছিলেন এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী কিরো,উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ, নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি নিখিল ঘোষ, সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠক সহ অন্যান্যরা। সরকারের নির্দেশ পরিবেশবান্ধব আতশবাজি বিক্রি শুরু হল বলে সভাধিপতি জানান।
খোলা বাজারে নয় আদিবাসী মাঠে এসে আতশবাজি কেনার অনুরোধ করেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র পাঠক।