আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে চা বাগান এলাকায় সংগঠনকে মজবুত করতে উদ্যোগী আইএনটিটিইউসি।
এদিন চা বাগানে সংগঠনকে শক্তিশালী করতে আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি কর্মসূচি শুরু করা হয়েছে যার মধ্য দিয়ে বিভিন্ন চা বাগানে দলের পাঁচজন মুখিয়া দের নিয়ে কর্মশালা করা হয় এবং সেই কর্মশালার মধ্য দিয়ে চারটি ক্লাস তাদের করানো হবে বলে বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এই চারটি ক্লাসে বিভিন্ন ধরনের বিষয়ে তুলে ধরা হচ্ছে এবং এই বিষয়গুলিকে অন্যান্য চা বাগান নিয়ে বসবাসকারী মানুষের মধ্যে ছড়িয়ে দেবে এই পাঁচজন মুখিয়া। চারটি বিষয় মূলত, চা বাগানের অভ্যন্তরে কিভাবে শ্রমিকরা কাজ করবে কিভাবে নিজেদের সুবিধা আদায় করে নেবে সেই সমস্ত বিষয় সম্পর্কে জানানো পাশাপাশি শ্রম কোড যদি লাগু করা হয় তাহলে শ্রমিকদের ৮ ঘন্টার পরিবর্তে ১২ ঘন্টা কাজ করতে হবে। সেই বিষয়টি যাতে অন্যান্য চা বাগানের শ্রমিকদের মুখিয়াড়া জানায় তার জন্য তাদেরকে বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। চা বাগানে বোনাস এবং অন্যান্য সুবিধা নিয়েও করানো হচ্ছে ক্লাস। একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগান শ্রমিকদের জন্য পাট্টা প্রদান নতুন স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন সহ যা যা ব্যবস্থা গ্রহণ করেছে সেই সমস্ত তুলে ধরা হয় এবং শেষের সংগঠনকে মজবুত করতে মুখিয়ারা কিভাবে কাজ করবে সেই সমস্ত বিষয় নিয়েও এই ক্লাস করানো হচ্ছে। চলতি মাসের ১৯ তারিখ থেকে নাগরাকাটাতে এই কর্মশালা শুরু করা হয় ২৮ তারিখে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বিধান নগর এবং নকশালবাড়িতে এই কর্মশালার আয়োজন করা হবে। বিভিন্ন জায়গাতেই চলছে এই কর্মশালা।
এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের তথ্য লুকাচ্ছে কেন্দ্র সরকার এমন অভিযোগ তোলেন রিতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রভিডেন্ট ফান্ডের তথ্য না পাওয়ার কারণে চা বাগানের শ্রমিকরা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাথেই রাজ্য সরকার কোন পদক্ষেপ নিতে পারছে না প্রভিডেন্ট ফান্ড নিয়ে দুর্নীতি করছে কেন্দ্র সরকার। চলতি মাসের ২৮ তারিখে এই কর্মসূচি শেষ হলে আগামী দুই মাসের কর্মসূচি নিয়ে আলোচনা করবে দল বলে জানান তিনি।