ভূয়ো কাগজ দেখিয়ে জমি বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেফতার এক!

শিলিগুড়ি: ভুয়ো কাগজ দেখিয়ে ক্রেতার কাছ থেকে অগ্রিম ৮৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে জমি বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম সন্দীপ কুমার গুপ্তা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, খালপাড়ার ব্যবসায়ী সন্দীপ কুমার গুপ্তা ও পঙ্কজ কুমার গুপ্তা এই দুই ভাইয়ের সঙ্গে একটি জমি কেনার বিষয়ে বেলা কথা আগরওয়ালের সঙ্গে কথা হয়। অভিযোগ,সন্দীপ ও পঙ্কজ এই দুই ভাই ওই জমিটিকে নিজেদের বলে ৮৫ লক্ষ টাকা অগ্রিম নেন এবং জমির ভুয়ো কাগজ দেন। কিন্তু এরপর বেলা আগরওয়াল জমির কাগজপত্রগুলি পরীক্ষা করে দেখেন যে সেগুলি আসলে ভুয়ো।এরপরই গত ২৯ আগস্ট এই বিষয়ে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে গত ১৪ সেপ্টেম্বর পঙ্কজ কুমার গুপ্তাকে গ্রেফতার করে পুলিশ।

যদিও পরবর্তীতে জামিন পান পঙ্কজ কুমার গুপ্তা।তবে সন্দীপ কুমার গুপ্তা এতোদিন পলাতক ছিলেন।অবশেষে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় এনজেপি থানা অন্তর্গত এলাকা থেকে সন্দীপ কুমার গুপ্তাকে গ্রেফতার করে পুলিশ।বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন বাতিল করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here