আমেরিকার শুল্কনীতির বিরুদ্ধে সরব বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

শিলিগুড়ি: ভারতের ওপর আমেরিকার চাপিয়ে দেওয়া শুল্কনীতির বিরুদ্ধে পথে নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির হাসমি চকে সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলো সংগঠনের বহু সদস্যরা।

বঙ্গীয় হিন্দু মহাঞ্চ এর পক্ষ থেকে অভিযোগ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্যে বারবার অন্যায্য আচরণ করছে। একের পর এক অযৌক্তিক শুল্ক আরোপের ফলে ভারতীয় ব্যবসা-বাণিজ্যে ভীষণ চাপ তৈরি হয়েছে। কৃষি থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র, সবখানেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। বক্তাদের মতে, আমেরিকার এই নীতি আসলে ভারতের অর্থনীতিকে দুর্বল করে নিজেদের স্বার্থসিদ্ধি করার কৌশল করছে আমেরিকা।

প্রতিবাদ কর্মসূচি থেকে আমেরিকান দ্রব্য বর্জনের ডাক দেওয়া হয়। উপস্থিত জনতাকে স্বদেশী দ্রব্য ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হয়। সংগঠনের নেতারা জানান, বিদেশি দ্রব্য বর্জন শুধু প্রতিবাদের মাধ্যম নয়, বরং দেশের অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম হাতিয়ার। তাই ভারতীয় জনগণকে এখনই আমেরিকান দ্রব্য বর্জন করে দেশীয় পণ্যের প্রতি আস্থা রাখতে হবে।

কর্মসূচিতে আরও বলা হয়, স্বদেশী আন্দোলনের মাধ্যমে একসময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসী ঐক্যবদ্ধ হয়েছিল। আজ আবারও সময় এসেছে বিদেশি প্রভাব ও অবিচারমূলক অর্থনৈতিক নীতির বিরুদ্ধে দাঁড়াবার। বক্তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, “আমেরিকার অন্যায্য শুল্কনীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারত স্বনির্ভর, ভারত শক্তিশালী—এই বার্তাই আজ সারা দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে।”

প্রতিবাদ শেষে আমেরিকান দ্রব্যের প্রতীকী দাহ করা হয় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে স্বদেশী প্রচারের শপথ নেন উপস্থিতরা। শিলিগুড়ির ব্যস্ততম হাসমি চক এলাকায় এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। পথচারীরাও প্রতিবাদে সামিল হয়ে আমেরিকার অন্যায্য নীতির বিরুদ্ধে সরব হয় এদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here