রথযাত্রা উপলক্ষে শিলিগুড়ি থেকে পুরী পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবার দাবি শঙ্কর ঘোষের

শিলিগুড়ি: আসন্ন রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে উত্তরবঙ্গের হাজার হাজার ধর্মাবলম্বী ভক্তদের পুরী যাওয়ার সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর দাবি জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

উত্তর-পূর্ব রেলের এরিয়া ম্যানেজারের কাছে একটি দাবি পত্র তুলে দেন বিধায়ক। সেই দাবি পত্রে রথযাত্রা উপলক্ষে শিলিগুড়ি থেকে পুরী পর্যন্ত সরাসরি ট্রেন চালুর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, বর্তমানে শিলিগুড়ি থেকে পুরী যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই। শুধুমাত্র অসম থেকে যাওয়া দুটি ট্রেন — গুয়াহাটি-পুরী এক্সপ্রেস ও কামাখ্যা-পুরী এক্সপ্রেস যা সপ্তাহে দু’দিন চলাচল করে, যা চাহিদার তুলনায় অনেক কম।

এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের ভক্তরা পুরী যেতে গিয়ে চরম অসুবিধায় পড়তে হয়। তাই রথযাত্রার মূল দিনগুলিতে শিলিগুড়ি থেকে পুরী পর্যন্ত (দুই দিকেই) বিশেষ ট্রেন চালানো হলে তা হাজার হাজার ভক্তের জন্য বিরাট স্বস্তি এনে দেবে বললে জানান শিলিগুড়ির বিধায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here