শিলিগুড়ি: নকল মদের ব্যবসা ধ্বংস করতে একযোগে অভিযান চালাল আবগারি দপ্তর। শিলিগুড়ি ও জলপাইগুড়িতে একদিনে দুটি বড়সড় অভিযানে উদ্ধার হল ৩ কোটি ৮৪ লক্ষ টাকার বেশি মূল্যের ভেজাল মদ তৈরির সামগ্রী। গ্যারাজের আড়ালে চলা এই অবৈধ কারবারে ছড়িয়েছে উত্তরবঙ্গে জুড়ে।
ফুলবাড়ির একটি নিরীহ দেখতে গ্যারাজেই চলছিল এই ‘ফ্যাক্টরি’। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ভেতরে গুঁপ্তভাবে তৈরি হচ্ছিল দেশি-বিদেশি নামি ব্র্যান্ডের নকল মদ।









































