শেষ মুহূর্তের বৃষ্টিতে মুখ থুবড়ে বিশ্বকর্মা পুজোর বাজার, চাপে শিলিগুড়ির প্রতিমা শিল্পীরা

শিলিগুড়ি: প্রতি বছরই বিশ্বকর্মা পুজোর আগের দিন শিলিগুড়ির প্রতিমা বাজার জমে ওঠে। নেপাল, সিকিম, দার্জিলিং – কালিম্পংয়ের ক্রেতাদের ভিড় থাকে তুঙ্গে। কিন্তু এবছর টানা বৃষ্টি আর নেপালের জেন-জী আন্দোলন সেই বাজার কার্যত ভাসিয়ে দিয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে লাগাতার বৃষ্টি নামতেই থমকে যায় মৃৎ প্রতিমার ব্যবসা। পুজোর মাত্র একদিন আগে যেখানে দরদাম নিয়ে হইচই করার কথা, সেখানে বাজারজুড়ে এখন অস্বাভাবিক নিরবতা।

স্থানীয় প্রতিমা শিল্পীদের কথায়, প্রতিবছর পাহাড়ি এলাকার পাশাপাশি নেপাল থেকেও বড় অংশের ক্রেতা আসেন। এবছর আন্দোলন ও আবহাওয়ার কারণে তাদের দেখা মেলেনি। সমতলের বহু উদ্যোক্তাও শেষ মুহূর্তে প্রতিমা কিনতে আসেননি।

ফলে প্রতিমা ব্যবসায়ীদের হাতে এখনো একাধিক প্রতিমা পড়ে আছে। শিল্পীরা বলছেন, পুজোর দিন কেটে গেলে আর বিক্রির আশা নেই। একরকম লোকসান নিয়েই মরশুম শেষ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here