ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় সিভিক ভলান্টিয়ারের মর্মান্তিক মৃত্যু ফাটাপুকুরে

রাজগঞ্জ, জলপাইগুড়ি: জাতীয় সড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি – জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর টোল প্লাজার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মনোতোষ রায়। তাঁর বাড়ি পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের চান্দার বাড়ি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ মনোতোষ রায় টোল প্লাজায় দায়িত্বে ছিলো। সেই সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি ভারী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, এক তরুণ সিভিক ভলান্টিয়ারের এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী, পুলিশ মহল ও পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here