প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধে অভিনব উদ্যোগ উত্তরায়ন এর ইনার হুইল ক্লাব।

বর্তমান কালে পরিবেশ দুষনের সবচাইতে বড়ো কারন হয়ে দাঁড়িয়ে পলিথিন ক্যারি ব্যাগ। প্লাস্টিকের ক্যারি ব্যাগ বন্ধ করতে একাধিকবার শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে প্রচারাভিযান চালানো হয়েছে। এরপর কিছুদিন প্লাস্টিকের ব্যবহার বন্ধ থাকলেও আবার শুরু হয়ে যায় প্লাস্টিক ক্যারি ব্যাগ এর ব্যবহার। আজ ইনারহুইল ক্লাব অব উত্তরায়ণ এর উদ্যোগে ৫০০ টি কাপড়ের থলি বিতরণ করা হয় শিলিগুড়ির হায়দারপাড়া বাজার এলাকায়। পাশাপাশি ক্রেতা-বিক্রেতা উভয়কে প্লাস্টিক ক্যারি ব্যাগ এর ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করেন উদ্যোক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here