আজ গণেশ চতূর্থী। প্রতিবছরের ন্যায় এবছর কোরোনা আবহের মধ্যেও শহরের বিভিন্ন প্রান্তে চলছে সিদ্ধিদাতার আরাধনা। কিন্তু সব জায়গায় এবার পূজার আয়োজনে পড়েছে ভাটা। বিভিন্ন পুজো উদ্যোক্তারা ভিন্ন রকম ভাবে এবার পূজার আয়োজন করেছে। সেই রকম ভাবেই শিলিগুড়ির নৌকাঘাট গণেশ পূজা কমিটি প্রতি বছরই বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি উদযাপন করে। তবে এবছর করোনার মহামারীর প্রাদুর্ভাবের কারণে সেখানে অন্যভাবে পালিত হচ্ছে গণেশ পূজা। এদিন নৌকাঘাট গণেশ পূজা কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির পর দুঃস্থ, অসহায় মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রথিন বোস, প্রবীণ আগারওয়াল সহ পূজা কমিটির সদস্যরা।
Home জলপাইগুড়ি দুঃস্থদের সাহায্য ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এবারে পালিত হল শিলিগুড়ি নৌকাঘাটের গণেশ...








































