ভোর রাতে ভয়াবহ আগুন লাগল ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার সরষের তেল কারখানায়

আজ ভোর রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার একটি সরষেরতেল কারখানায় ভয়াবহ আগুন লাগে।

বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা দমকল ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেন। খবর পাওয়া মাত্রই দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ৩টি ইঞ্জিন দীর্ঘক্ষণ প্রয়াসের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে কি থেকে এই আগুন তা বুঝে উঠতে পারেননি দমকল বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অনুমান শর্টসার্কিট থেকেই এই আগুন লাগে। এই ঘটনায় ওই এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় পরে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here