করোনা মহামারীর শুরুর থেকেই মানুষ নানা ভাবে হয়রানির শিকার হচ্ছে। কখন অনাহরে কখন সংক্রমিত হয়ে আবার কখনো বা আমফানের মত ভয়ানক দুর্যোগের কারণে। আমফানের সময় তাদের রাজ্য সরকার সাহায্যের আশ্বাস দিলেও তা ঠিক মত সফলতা পায়নি তার বদলে উঠেছে দুর্নীতির অভিযোগ। এছাড়াও প্রথম থেকেই সংক্রমন রুখতে দেশ জুড়ে চলা লকডাউন শুধুই কেড়ে নিয়েছে প্রচুর মানুষের কর্মসংস্থান সংক্রমণ কিংবা মৃত্যুত হার নিয়ন্ত্রণে আনতে এখনো সক্ষম হয়নি রাজ্যসরকার উপরন্তু উঠেছে তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ। এরই মধ্যে আবার খাদ্য দ্রব্যের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে ক্রমে দিগুণ হয়ে উঠেছে। এরফলে চুড়ান্ত হয়রানি হতে হচ্ছে সাধারন মানুষকে।
আজ এইসব অভিযোগ এনে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করলেন সিপিএম। দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি, আমপানে তৃণমূল কংগ্রেসের দূর্নীতি এছাড়াও করোনা ভাইরাসের তথ্য গোপন সহ নানা অভিযোগের ভিত্তিতে ১৬ দফার দাবি জানিয়ে সিপিএম শিলিগুড়ি শহরের ৩ নং এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ কর্মসূচী চালানো হয়।









































