৫৫নং জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘের

আজ মহানন্দা অভয়ারণ্যের সুকনা বন বিভাগের অন্তর্গত পোখরাং বিটের কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কে উদ্ধার হল চিতাবাঘের রক্তাক্ত মৃতদেহ।

জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে চিতাবাঘটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।এরপরই খবর দেওয়া সুকনা বনদপ্তরকে।

এদিন খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে।বনকর্মীদের প্রাথমিক অনুমান, রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। বাতির বয়স আনুমানিক একবছর বলেই ধারণা বনদপ্তরের। তবে কেন এইভাবে গাড়ির ধাক্কায় প্রাণ হারাতে হলো চিতাবাঘটিকে! সে বিষয়ে বনদপ্তর তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here