বোল্লা কালী পূজা উপলক্ষে এবছর মেলার অনুমতি নিয়ে সংশয় পুজো কমিটির সদস্যদের

এবছর করোনা আবহের কারণে জনসমাগম থেকে দূরত্ব বজায় রাখতে প্রায় সব রকমই জনসমাগম মূলক কার্যকলাপকে বাদের তালিকায় রাখা হয়েছে রাজ্য সরকারের তরফে। আর ঠিক সেই মতই এবছরের প্রতিটি পূজা উপলক্ষে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই বাদ পড়েছে।

সামনে বোল্লা কালী পুজো আর প্রতিবছরই পুজো উপলক্ষে বিভিন্ন জেলার মানুষ একত্রিত হয় এই মন্দিরে এবং এই পূজা উপলক্ষে চত্বরে আয়োজিত হয় বিশাল মেলার। কিন্তু এবছর করোনার কারণে সেই মেলা হবে কিনা সে বিষয়ে বর্তমানে সংশয়ে রয়েছে পুজো কমিটির সদস্যরা।

এদিন এবছরের মেলা পুজো কমিটির ম্যানেজার সঞ্জয় কুমার সরকার জানান, এ বছর ডিসেম্বরের ৪ তারিখ থেকে পুজো শুরু হবে এবং ৭ তারিখ বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটবে। তিনি এ বছর উপলক্ষে আরো বলেন,ভক্তের ভক্তি আমরা আটকাতে পারব না সে কারণে পুজো হবেই এবং মানুষও আসবে, কিন্তু এবছর মেলা হবে কি না সে বিষয়ে প্রশাসন এখনো কিছু জানায় নি। তবে আশা করছি কিছুদিনের মধ্যেই এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে আমাদের জানানো হবে তারপরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here