নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হল তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের আর্থিক সাহায্য সংক্রান্ত প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ।
মূলত, তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য গত জুন মাস থেকে মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, একুশের ভোটে তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণ করা হবে। প্রকল্প রূপায়ণে সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছিল। সেই নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করতে বলেছিল রাজ্য সরকার। কাজও শুরু হয়ে গিয়েছিল। ভোট চলাকালীন গোটা বিষয়টি কমিশনের নজরে আসতেই শাসক দলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। কড়া পদক্ষেপ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের মাঝে এই প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে। বন্ধ করে দেওয়া হয়েছে টোল ফ্রি নম্বরটিও।
এবিষয়ে কারণ হিসেবে কমিশন জানায়, যেহেতু এখন আদর্শ আচরণ বিধি চলছে রাজ্যে, এই সময়ে নাম নথিভুক্তকরণের কাজ করা যায় না।