করোনার কারণে টানা লকডাউন চলেছে দেশ জুড়ে। আর এই লকডাউনের কারণে আট মাস রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ। ২০২১ সালের উচ্চমাধ্যমিক (HS) পরীক্ষার্থীদের একদিনও ক্লাস হয়নি। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাস করেছে মাত্র আড়াই মাস।সেক্ষেত্রে কবে এবং কীভাবে তাদের পরীক্ষা হবে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আগামী বছর এ রাজ্যে মার্চ-এপ্রিল নাগাদ বিধানসভা নির্বাচন। স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ভোট পর্ব মিটলে জুন মাস নাগাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন কোভিড পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকায় এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। পড়ুয়ারা সরাসরি চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবে। ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্কুল কবে খুলবে ডিসেম্বরে সিদ্ধান্ত হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন, ডিসেম্বরে খুলবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়। স্কুলে ক্লাস শুরু নিয়েও আলোচনা চলছে। পিছিয়ে যেতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক; ডিসেম্বরে খুলতে পারে কলেজ ও বিশ্ববিদ্যালয়।