শিলিগুড়ির রবীন্দ্রনগরে খুনের ঘটনার অভিযোগে গ্রেফতার ইঞ্জিনিয়ার গৌতম দেব ও তার ভাই গৌরব দেব।আজই তাদেরকে শিলিগুড়ি আদালতে তুলেছে শিলিগুড়ি থানার পুলিশ।
গত ৩০ নভেম্বর শিলিগুড়ির রবীন্দ্রনগরে নিরঞ্জননগরের বাসিন্দা সুশীল দাসের রক্তাক্ত দেহ পাওয়া যায় রবীন্দ্র নগরের। তার মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। সুশীল দাস পেশায় ভাঙারি ব্যাবসায়ি। সেদিন বিকেলেই তার মৃতদেহ যেখানে উদ্ধার হয় তার সামনের একটি বাড়ি থেকে তার দাঁড়িপাল্লা ও বাটখারার ব্যাগ পাওয়া যায়।এরপরই ঘটনার তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ।
প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন ওই বাড়িরই দুই ভাই গৌতম দেব ও গৌরব দেব।গতকালকে তাদেরকে থানায় নিয়ে এসে টানা জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরই তাদেরকে গ্রেফতার করে আজ, শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।