খড়িবাড়ি থানার পরিচালনায় আয়োজন করা হল স্বেচ্ছায় রক্তদান শিবির, দুস্থদের জন্য চক্ষু পরীক্ষা সহ নানা স্বাস্থ্য পরিষেবার

আজ দার্জিলিং জেলা পুলিশের উদ্যোগে ও খড়িবাড়ি থানার পরিচালনায় একটি মানবিক উদ্যোগ নেয়া হয়েছিল থানা প্রাঙ্গণে। খড়িবাড়ি থানা নেপাল সীমান্তবর্তী একটি থানা। যেখানে এই থানার ভারপ্রাপ্ত ওসি সুমন কল্যাণ সরকারের পরিচালনায় আজ স্বেচ্ছায় রক্তদান শিবির, চোখের পরীক্ষা ও ছানির অপারেশনের পাশাপাশি সুগার টেস্ট ও নানা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রায় ৫০০ জন অসহায় মানুষদের জন্য কম্বল উপহার দেওয়া হয় বলেও জানা গেছে।

আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা পুলিশের এডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ, ডিএসপি অচিন্ত্য গুপ্ত এবং এসজেডিএ সদস্য কাজল ঘোষ । কাজল বাবু বলেন, “পুলিশের এই প্রচেষ্টা সত্যি সাধুবাদযোগ্য।” আজ সংগ্রহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং শিলিগুড়ি জেলা ব্লাড ব্যাংকে পাঠানো হয়।

চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করে শিলিগুড়ি লাইনস নেত্রালয়, স্বাস্থ্য পরীক্ষার আয়োজনে ছিল বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ।

এই মানবিক প্রচেষ্টায় তন্ময় কুন্ডু, প্রীতি সিং ও রিতা রায় এমন বহু পুলিশ কর্মী রক্তদান করেছে। জানা গেছে আজ প্রায় ৬৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছিল। পুলিশের এই মহৎ কাজ কে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী । সমস্ত শিবিরকে পরিচালনা করেন বিধান নগর ওয়েলফেয়ারের সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here