রুটিন নাকা তল্লাশি চলাকালীন একটা মারুতি ভ্যানে তল্লাশী করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে করা হয়।
জানা গিয়েছে, তুফানগঞ্জ মহকুমার টোলপ্লাজা সংলগ্ন এলাকায় রুটিন নাকা তল্লাশি চলাকালীন একটি মারুতি ভ্যান তল্লাশি করে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করল তুফানগঞ্জ থানার পুলিশ।কান্ট্রি মেড বলে সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন,ধৃতরা হলেন ষষ্ঠী বর্মন (২১) অশোক সাহা (৫৮)। এরমধ্যে ষষ্ঠী বর্মন এর বাড়ি দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকায় এবং অশোক সাহার বাড়ি ফালাকাটায়। আগ্নেয়াস্ত্র-গুলি অসম রজ্যে বিক্রির উদ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের থেকে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল এবং একটি রিভলবার এবং মোট ৪ টি গুলি উদ্ধার হয়।
এদিন তাদের তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হবে এবং ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার।









































